তেলেঙ্গানা ৯ শ্রমিকের কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এরমধ্যে ৭ শ্রমিক পশ্চিমবঙ্গের এবং ২জন বিহারের। এই শ্রমিকরা আত্মহত্যা করেছেন, নাকি খুন করা হয়েছে সে নিয়ে পুলিশ এখনও ধন্ধে।
প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে যে সাতজন পশ্চিমবঙ্গের তাদের মধ্যে একই পরিবারের ৬জন। এই ৯জন প্রায় ২০বছর আগে দেশ ছেড়ে তেলেঙ্গানায় চলে আসেন। বাংলার পরিবারটি একটি জুট মিলে কাজ নেয়। সেই জুট মিলে লকডাউনের কারণে দু’মাস বেতন হয়নি। কিন্তু বৃহস্পতিবার তাঁরা সুপার মার্কেট যান কেনাকাটা করতে। পুলিশের বক্তব্য ওই শ্রমিকদের যদি খাওয়ার অভাব থাকে তাহলে তারা সুপার মার্কেট যায় কী করে। ফলে এক্ষেত্রে আত্মহত্যার চাইতে খুনের বিষয়টি উঠে আসছে। পুলিশ দেহ তুলে তদন্ত শুরু করেছে। পাশাপশি আত্মহত্যার ঘটনা যদি হয়েই থাকে তবে তার পিছনে অভাবের কারণ কী সঠিক? পড়শিরা মনে করছেন, দু মাস পরিবারটি মাইনে না পেলেও খাওয়া-থাকার মোটেই অসুবিধা ছিল না। তাহলে? রহস্য বাড়ছে। তদন্ত শুরু হয়েছে।































































































































