আমফানের জেরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে ‘ম্যান মেড’ প্রসঙ্গ টেনে এনে বিতর্ক উস্কে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আমফানের তাণ্ডবের প্রসঙ্গে বলতে গিয়ে সূর্য বলেন, অতীতে বিরোধী দল হিসাবে তৃণমূল যা করত, আমরা তার বিপরীত অবস্থান নিচ্ছি। আমরা বিশ্বাস করি বন্যা, ঝড় যাই হোক না কেন তা শাসক দলের ইচ্ছায় হয় না, ম্যানমেডও হয় না। এবং আমরা মনে করি, তখন যেমন রাজ্য বঞ্চিত হয়েছে, এখনও রাজ্যগুলি কেন্দ্রীয় বঞ্চনা-বৈষম্যের শিকার হচ্ছে। আমরা এখনও কেন্দ্রের কাছ থেকে ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে রাজ্য সরকারের পক্ষে।





























































































































