এক পাড়াতেই পরপর তিন মৃত্যু

0
3

ঝড়-বৃষ্টি-হাওয়া থামতেই মর্মান্তিক দৃশ্য মহানগরের বেহালার পর্ণশ্রীতে। রিজেন্ট পার্কে মা-ছেলের মৃত্যুর পর এখানে পরপর তিন অপমৃত্যু। শুধু কলকাতাতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫। জয়রামপুর পোস্ট অফিসের সামনে এক ব্যক্তি বমাথায় লাইট পোস্ট ভেঙে পড়লে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তাঁর নাম পিন্টু বলে জানা গিয়েছে। পর্ণশ্রীর লেকের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। তিনি ঝড়ের বলি বলেই মনে করা হচ্ছে। এলাকার কালীমাতা কলোনীতে আর একজনের মৃত্যু হয়।