জাতীয় সড়কে উল্টে যাওয়া ট্রাকের ভিডিও পোস্ট করে ধ্বংসলীলার ছবি দিলেন রাজ্যপাল

0
3

জাতীয় সড়কে লুটোপুটি খাচ্ছে ট্রাক। কোনওটা আবার আর একটার গায়ে হেলে পড়েছে। কোনটা পুরপুরি ঝড়ের তাণ্ডবে উল্টে চিৎপাত। সেই ভিডিও পোস্ট করে রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইটে লিখলেন, আমফানের ধ্বংসলীলা এবং মৃত্যুতে আমি শোকাহত। বিগত কয়েকদিন ধরেই আমি বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। তাদের দায়বদ্ধতায় ক্ষয়ক্ষতি অনেক কমেছে। গত কয়েক দশকে এমন ধ্বংসলীলা বেনজির। ত্রাণ ও পুনর্বাসনের জন্য সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।