আমফান চলে গেলেও রাজ্য জুড়ে বৃষ্টি, বর্ষা আসবে যথা সময়েই

0
1

আমফান চলে গেলেও মুক্তি মিলছে না রাজ্যবাসীর। আলিপুর আবহা দফতর জানাচ্ছে বৃহস্পতিবার গোটা দিন কার্যত রাজ্য জুড়ে বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গেও। একটানা বৃষ্টির জেরে রাজ্যের তাপমাত্রা নেমে গিয়েছে ৬ ডিগ্রি। তবে শুক্রবারের পর থেকে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে, জুনের গোড়ায় সময়মতোই কেরলে বর্ষা ঢুকবে। আর বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে ৮ জুন থেকে।