সুপার সাইক্লোন আমফানের ভয়ঙ্কর তাণ্ডবে পূর্ব মেদিনীপুরে মৃত্যু হয়েছে ৫ জনের। প্রবল ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে ও দেওয়াল চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে । এঁদের মধ্যে হলদিয়া পুরসভা এলাকার দু’জন, ভগবানপুর-২ ব্লকের একজন ও রামনগর-২ ব্লকের একজন এবং মোহনপুরের বাগদা গ্রামের একজন রয়েছেন বলে জানা গিয়েছে।
প্রথমে জখম অবস্থায় তাঁকে এগরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতা পাঠালে আজ, বৃহস্পতিবার ভোরে এস এস কে এম হাসপাতালে মৃত্যু হয় তাঁদের।
পাশাপাশি, বাড়িতে গাছ ভেঙে পড়ায় আতঙ্কে পিংলায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকা এখনও বিদ্যুৎহীন। যোগাযোগ বিচ্ছিন্ন। ব্যাহত ইন্টারনেট পরিষেবা।





























































































































