আবার মুখ্যমন্ত্রীকে একহাত নিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, বারবার প্রমাণিত হচ্ছে রাজ্য প্রশাসন ব্যর্থ। কখনও নার্সদের বিক্ষোভ, তারা রাজ্য ছাড়ছে, কখনও ডাক্তারদের বিক্ষোভ, আবার কখনও অপরিষ্কার কোয়ারেন্টাইনের জন্য আমজনতা বিক্ষোভ দেখিয়েছে। এবার পুলিশ ট্রেনিং স্কুলে বিক্ষোভ দেখালেন কমব্যাট ফোর্সের কর্মীরা। পুলিশকে নূন্যতম সুরক্ষা দেওয়া হচ্ছে না। ফলে তারা বিদ্রোহ করছেন। পুলিশমন্ত্রী নিজেই জানেন না ট্রেনিং স্কুল ক্যান্টিন আছে কিনা! অন্যান্য রাজ্যে রাস্তায় পুলিশ নামছে পিপিই কিট পড়ে, আর এ রাজ্যে শুধু মাস্ক পড়ে। রাজ্যে পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী একজনই। এই বিদ্রোহ প্রমাণ করছে তিনি ব্যর্থ। পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রের টিম এসে রাজ্যকে সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। সবচেয়ে কম আক্রান্তের নিরিখে রাজ্য প্রথম দিকে রয়েছে। তারপরে এসব আক্রমণ আসলে কেন্দ্রের অকর্মণ্যতা ঢাকার জন্য, এবং অর্বাচীনের মতো।