করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে আকাল পড়েছে রক্তের। রক্তের চরম সঙ্কটে ভুগছেন রোগীরা। এই সঙ্কট দূর করতে কোচবিহারের তুফানগঞ্জ রামপুর ২ নং অঞ্চল কমিটির উদ্যোগে ও অঞ্চল সভাপতি নিরঞ্জন সরকারের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে ১৫০ জন রক্তদান করেছেন। যার মধ্যে ৫০ জন মহিলা, ১০০ জন পুরুষ। উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক মানিক দে সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুচিস্মিতা দেব শর্মা বলেন, “রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে বিভিন্ন জায়গায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে রামপুর বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হলো।”