লকডাউন উঠলেই প্রকাশিত হবে সেট পরীক্ষার ফল

0
1

লকডাউন উঠলেই প্রকাশ করা হবে সেট পরীক্ষার ফলাফল। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই ফলাফল প্রস্তুত করা গিয়েছে। এখন শুধু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সবুজ সঙ্কেত দিলেই ফল প্রকাশ করা যাবে।

মার্চ মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রস্তুত করে ফেলেছিল কমিশন। ফল প্রকাশের আগে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে চিঠি দেয় কলেজ সার্ভিস কমিশন। কিন্তু তার কোনও উত্তর দেয়নি ইউজিসি। ফের চিঠি পাঠায় কলেজ সার্ভিস কমিশন। তারপরই শুরু হয় করোনা সংক্রমণের জেরে লকডাউন। পিছিয়ে যায় ফল প্রকাশের কাজ।
চলতি বছরে ১৯ জানুয়ারি সেট পরীক্ষা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২ হাজার। ৩০ টি বিষয়ের উপর এবছর পরীক্ষা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, গত কয়েক বছর ধরেই সাঁওতালি, আইন, জিওলজি, মিউজিক, নেপালির মতো বিষয়গুলি সেট পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।