আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,
আজ, বুধবার দুপুর বা বিকেলের মধ্যেই আমফান ঝড়ের আছড়ে পড়ার কথা পশ্চিমবঙ্গে৷ বিভিন্ন জেলায় সকাল থেকেই শুরু হয়েছে প্রবল ঝোড়ো হাওয়া, নাগাড়ে ভারী বৃষ্টি চলছে৷
আমফান-মোকাবিলায় সর্বশক্তি নিয়ে ঝাঁপান, কংগ্রেস কর্মীদের নির্দেশ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ দলের কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন৷
আবহাওয়া দফতর বলেছে, মারাত্মক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতে বাংলা এবং ওড়িশার সাধারণ মানুষের সাহায্যে কংগ্রেস কর্মীদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন রাহুল গান্ধী। এই ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষকে সতর্ক করতে এবং তাঁদের নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করতেও নির্দেশ দিয়েছেন কংগ্রেস সাংসদ। মঙ্গলবারই এ বিষয়ে তিনি হিন্দিতে টুইট করেন। রাহুল তাঁর টুইটে লেখেন, “করোনা ভাইরাসের সংকটের মধ্যেই দেশে আসছে ঘূর্ণিঝড় আমফান। আমি পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে আসন্ন বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে এবং তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে সহায়তা করার জন্যে আবেদন করছি। আপনারা সবাই নিরাপদে থাকবেন”।
































































































































