সুপার সাইক্লোন আমফানের জেরে প্রথম মৃত্যু বাংলাদেশে। সংবাদ সংস্থা সূত্রে খবর, আমফানের আঘাতে ওপার বাংলার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই স্থলভাগের আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আমফান।
বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় সেদেশে ঢুকবে সুপার সাইক্লোন। সমুদ্রের জলোচ্ছ্বাস ১৫ ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের ১২ হাজারের বেশি আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে।