ঝড়ের জেরে উত্তর ২৪ পরগনায় মৃত আরও ১, মোট মৃত্যু ৪

0
1

ঘূর্ণিঝড়ের দাপটে উত্তর ২৪ পরগনায় আরও একজনের প্রাণ গেল। বুধবার সন্ধ্যায় ঝড়ের সময় মাটিয়া থানা এলাকায় গাছ চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় বিডিও জানিয়েছেন, মৃতের নাম মোহন্ত দাস (২০)। তাঁর বাড়ি মোমিনপুর গ্রামে।

মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বারগা গ্রামের বাসিন্দা নুরজাহান বেওয়া-ও (৫৬) এদিন গাছ চাপা পড়ে মারা গিয়েছেন। হাওড়াতেও প্রাণ গিয়েছে আরও একজনের।