আমফান- পরিস্থিতিতেও টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের৷ বুধবার বেলা ১টা ২৩ মিনিটে বাংলায় টুইট করে তিনি বলেছেন, “জীবনহানি যাতে না ঘটে তার জন্য জনগণকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আর নির্দেশ মেনে চলার আবেদন জানাচ্ছি৷” একইসঙ্গে তিনি আবহাওয়া দফতরকেও ঠিক সময়ে ঝড়ের খবর দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ টুইটে তিনি বলেছেন, “কোভিড-19 এবং আমপান সুপার সাইক্লোন দুটোই মারাত্মক চ্যালেঞ্জ।
জীবনহানি যাতে না ঘটে তার জন্য জনগণকে @MamataOfficial আর @PMOIndia নির্দেশ মেনে চলার জন্য আবেদন জানাচ্ছি। যথার্থ এবং সময়চিত আবহাওয়া সংক্রান্ত খবর পাওয়ার ফলে প্রশাসন পক্ষে সম্পূর্ণ রূপে সেবাকার্যে আত্মনিয়োগ সম্ভব হয়েছে।”