আমফানের আতঙ্কের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠলো বাঁকুড়ার কিছু এলাকা

0
1

প্রকৃতির রোষ ? আমফান আতঙ্কের মধ্যেই বঙ্গে ভূমিকম্প৷

বুধবার সকাল ১১টা ২৪ মিনিট নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে বাঁকুড়া জেলার কিছু এলাকা৷ রিখটার স্কেলে ৪.১ ম্যাগনিটিউড তীব্রতা ছিলো৷ মাত্র ২ সেকেন্ডের জন্যে স্থায়ী হয় ওই ভূমিকম্প

গত কয়েকদিন ধরে আমফানের আতঙ্কে কাঁপছে বাংলার মানুষ৷ তার উপর এবার নতুন করে আতঙ্ক দেখা গেল ভূমিকম্পের৷ বুধবার মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে বাঁকুড়া জেলা৷ রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ । জানা গিয়েছে, বুধবার সকাল ১১.২৪ নাগাদ ওই ভূমিকম্পটি হয়। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিমি গভীরতায় অক্ষাংশের ২৩.৫ ডিগ্রি উত্তরে এবং দ্রাঘিমাংশের ৮৭.১ ডিগ্রি পূর্ব হল ওই ভূমিকম্পের উৎসস্থল। বাঁকুড়ায় এই ভূমিকম্প মাত্র ২ সেকেন্ডের জন্যে স্থায়ী থাকলেও আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।