নবান্ন কন্ট্রোল রুমে বসে আমফানে পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। ঝড় স্থলভাগের আছড়ে পড়ার পর দুই থেকে তিন ঘণ্টা কলকাতায় তার প্রভাব থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতেও নবান্নে থাকবেন তিনি। মানুষকে বাঁচানোর সরকারের প্রথম কাজ বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।