এবার বাড়ি বাড়ি জুতো পৌঁছে দেবে ‘বাটা’

0
1

লকডাউনে বারোটা বেজেছে জুতো বিক্রি। তাই এ বার ক্রেতার বাড়িতেই জুতো পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে বাটা ইন্ডিয়া। এতদিন চিরাচরিত প্রথায় বিক্রিতেই জোর দিয়ে এসেছে বাটা৷ করোনার জেরে ব্যবসা হারানোর পর এবার নতুন সুযোগ নিতে চাইছে বাটা। ক্রেতাদের দোরগোড়ায় জুতো, চর্মজাত পণ্য এবং তাদের তৈরি অন্যান্য সামগ্রী পৌঁছে দিতেই এই তৎপরতা।

বাটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কাটারিয়া বলেছেন, ‘ চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে বিক্রির নিত্য নতুন পদ্ধতির ব্যবহার করতে হবে।আমরা ক্রেতাদের বাড়িতে জুতো পৌঁছে দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছি। এর আগে আমরা এ কাজ করিনি। আর তাই আমাদের দক্ষতা বাড়ানো হচ্ছে।’