সামান্য বদল আমফানের, কলকাতার বিপদ সন্ধেয়

0
1

সামান্য রুট ও সময় বদল আমফানের।

নামখানায় আছড়ে পড়বে বিকেল পাঁচটায়।
কলকাতা, হলদিয়া, দিঘা, চন্দননগর, নদীয়াতে প্রভাব থাকবে। তারপর বাংলাদেশে ঢুকবে। কলকাতায় সন্ধে ছটা থেকে আসল ঝড়। সাতটা নাগাদ তার গতি ঘন্টায় দেড়শো কিলোমিটারও হতে পারে।