কলকাতার গা ঘেঁষে যাবে আমফান। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার সব উড়ালপুল বন্ধ করে দেওয়া হল। কলকাতা পুলিশের তরফে উড়ালপুলের সমস্ত মুখে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। হাওয়ার গতিবেগ যতক্ষণ না স্বাভাবিক হবে, ততক্ষণ এই উড়ালপুলগুলি বন্ধ থাকবে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতায় কাজ দিয়েই যাবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। সেই কারণে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এই সিদ্ধান্ত। কোন উড়ালপুল ব্যবহার করতে দেওয়া হবে না যতক্ষণ আমফনের প্রভাব শহরে থাকবে।