প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সোমবার রাজঘাটে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ধর্নায় বসেন তিনি। তাঁর দাবি সশস্ত্র বাহিনী পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক। ওই ধর্না স্থল থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। নিজেই সেই খবর টুইটারে জানান তিনি। তিনি লেখেন, ” সশস্ত্র বাহিনীর কাছে অনুরোধ পরিযায়ী শ্রমিকদের মারধর না করে তাঁদের সুস্থভাবে বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক।”