কাল সারাদিন সারারাত নবান্নে মুখ্যমন্ত্রী

0
1

কাল দুপুরে মুখ্যমন্ত্রী নবান্নে প্রবেশ করার পর কার্যত সারারাত থাকবেন রাজ্যের মুখ্য প্রশাসনিক দফতরে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, কাল দুপুরে নবান্নে চলে আসার পর সারা রাত কার্যত থাকবেন। এটাই হবে আমফান-এর কন্ট্রোল রুম। সাংবাদিকদের বাড়ি না বেরিয়ে নবান্নে থাকার জন্য মুখ্যমন্ত্রী বলেন। এর আগে ভয়ানক ঘূর্ণিঝড় ‘ফণি’র সময় সারারাত নবান্নে কাজের তদারকি করার পর ভোররাতে মুখ্যমন্ত্রী বাড়ি গিয়েছিলেন। এবার যেহেতু ঝড়ের প্রকোপ বুধবার বিকেল থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত থাকবে তাই হয়তো সারা রাতই মুখ্যমন্ত্রী থাকবেন নবান্নে।