মহানগর আমফান মোকাবিলায় শহরবাসীর পাশে থাকার বার্তা দিয়ে হেল্পলাইন ঘোষণা কলকাতা পুলিশের By EBBS Desk - May 19, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp প্রবল গতিতে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় শহরবাসীর পাশে রয়েছে কলকতা পুলিশ। শহরবাসীকে সেই বার্তা দিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে জরুরি ভিত্তিক হেল্পলাইন চালু করা হয়েছে। দেখে নিন কলকাতা পুলিশের হেল্পলাইন–