কয়েকঘণ্টার মধ্যেই প্রবল গতিতে ধেয়ে আসছে আমফান। পশ্চিমবঙ্গেও ব্যাপক শক্তি বৃদ্ধি করে আছড়ে পড়বে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উপকূলবর্তী অঞ্চলে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল। জারি হয়েছে সতর্কতা। প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং।
অন্যান্য জায়গাগুলির মতো আজ, মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার পক্ষ থেকে গঙ্গার তীরবর্তী পরিবার এবং গঙ্গায় যে সমস্ত মাঝিরা মাছ ধরতে গিয়েছেন, তাঁদের উদ্দেশ্যে মাইকিং প্রচার করা হলো।
ইতিপূর্বেই মহেশতলা থানার প্রশাসনের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন অবস্থায় কাঁচা বাড়ি এবং দর্মার তৈরি বাড়িতে যে সমস্ত পরিবারগুলি থাকেন তাঁদের বাসস্থানের জন্য দুইটি স্কুল বাড়ি চিহ্নিত করা হয়েছে। এই দুটি স্কুলে সেই সমস্ত পরিবারের মানুষদের থাকার জন্য আহবানও করা হয়েছে।
পাশাপাশি, যে সমস্ত জেলেরা গঙ্গায় মাছ ধরতে গিয়েছেন তাঁদের উদ্দেশ্য মাছ ধরা বন্ধ করে দ্রুত বাড়ি ফিরে আসার এবং নৌকাগুলিকে নিরাপদ স্থানে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।





























































































































