একের পর এক দুর্ঘটনা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ঘটেই চলেছে। ফের জোড়া দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন পরিযায়ী শ্রমিক।
মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের ইয়াভাটমাল জেলায় একটি বাসে করে ফিরছিলেন একদল পরিযায়ী শ্রমিক। বাসটি ট্রাকের পিছন দিক থেকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন এবং আহত ১৫ জন শ্রমিক। জানা গিয়েছে, বাসটি সোলাপুর থেকে ঝাড়খণ্ড যাচ্ছিল।
অপর একটি দুর্ঘটনা সোমবার রাতের উত্তরপ্রদেশের মহোবা এলাকার কমলপুরা গ্রামের ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কের। সেখানে একটি ডিসিএমের একটি টায়ার ফেটে যাওয়ায় উল্টে যায় গাড়িটি। এই ঘটনায় মৃত্যু হয় তিন জনের। আহত ১২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে প্রায় ১৭ জন যাত্রী ছিলেন। মহোবা পুলিশ সুপার এমএল পাটিদার জানান, গাড়িটি দিল্লি থেকে সাধারণ মানুষদের নিয়ে আসছিল।































































































































