মুম্বই থেকে শ্রমিক স্পেশাল ট্রেন এলো ডানকুনিতে। লকডাউনে আটকে থাকা ৭০১ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে সোমবার রাত সাড়ে 10টা নাগাদ ডানকুনি স্টেশনে এসে পৌঁছয় ট্রেনটি। যার মধ্যে ছিলেন হুগলির ৩০৬ জন বাসিন্দা। বাকি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারাও ডানকুনিতে নামেন। ট্রেনটিতে আরও যাত্রী আছেন যাঁরা বর্ধমান এবং কোচবিহারে নামবে।
শ্রমিকদের জন্য সকাল থেকে ডানকুনি স্টেশনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়াও জেলা প্রশাসনের প্রায় সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। ছিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব, ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম ও উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায়। উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্পেশাল ট্রেন মুম্বই থেকে রাজ্যে এলো।ট্রেনটি আসার পর প্রত্যেক যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তারপর তাঁদের স্থানীয় লোকোমোটিভ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের রাতের খাওয়ার ব্যবস্থা করা হয়। তারপর সেখান থেকেই নিদিষ্ট গাড়ি করে হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, বর্ধমান পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়।
দীর্ঘদিন পর ঘরে ফিরতে পেরে বেজায় খুশি মুম্বই থেকে আসা যাত্রীরা। তাঁরা অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।





























































































































