উত্তরবঙ্গ সংবাদের চার দশক, দেখুন ভিডিও

0
1

যখন কেউ ভাবেনি, সুহাস তালুকদার ভেবেছিলেন।

উত্তরবাংলার নিজের কাগজ। যা আজ উত্তরবঙ্গের আত্মার আত্মীয় বলে পরিচিত। কলকাতার কত বড় বড় কাগজের, কত বড় বড় পুঁজির কত চেষ্টা; তবু মাথা উঁচু করে একনম্বর আসনে ” উত্তরবঙ্গ সংবাদ।” এক আর দুইয়ের ফারাকটাতেই বোধহয় ধরে যাবে অনেক কাগজের মিলিত প্রচারসংখ্যা। বাংলা আধুনিক সংবাদপত্রের জনক সুহাসবাবু প্রয়াত। তাঁর পুত্র এখনকার সম্পাদক সব্যসাচী তালুকদারের নেতৃত্বে চলছে উত্তরের আত্মার আত্মীয়ের দুরন্ত অভিযান। বাংলা কাগজের জগতের ব্যতিক্রমী বিস্ময় ‘উত্তরবঙ্গ সংবাদ’-এর চার দশকের যাত্রাপথ নিয়ে এই বিশেষ ভিডিও-