মঙ্গলবার নবান্নে আমফান ঝড় সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এই ঝড় ভয়ঙ্কর হবে। তাই ইতিমধ্যে উপকূল এলাকা থেকে সকলকে সরিয়ে আনা হয়েছে। কেউ সমুদ্রের যাবেন না, কারণ ঝড়ে দুই ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। মেদিনীপুরের একাংশ ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। মুখ্য সচিবের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। পুলিশ প্রশাসনের নিচুওতলায় বার্তা দেওয়া হয়েছে। সাইক্লোন সেন্টারের যতটা সম্ভব সর্তকতা দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে দু লক্ষ মানুষকে সরানো হয়েছে। তাই অনুরোধ করছি, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল ১০টা অবধি পর্যন্ত কেউ বাইরে বের হবেন না। যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে ততক্ষণ কেউ বাইরে বের হবেন না। উপকূলের এলাকা থেকে প্রায় ৫লক্ষ মানুষকে সরিয়ে আনা হয়েছে। এবং তাদেরকে যতটা সম্ভব থাকার জায়গা এবং খাবার দেওয়া হচ্ছে।





























































































































