EMERGENCY! বিদ্যুৎ? ফোন করুন এই দুই ইঞ্জিনিয়ারকে

0
1

একদিকে করোনা আবহ অন্যদিকে আমফান। এর মাঝে কলকাতা সহ মহানগরের বিস্তীর্ণ অঞ্চলকে সচল রাখতে বিদ্যুৎ দফতর সজাগ। এমনিতেই তৈরি রাখা হচ্ছে হাসপাতালগুলির জন্য ডিজেল জেনারেটর। হাসপাতালে পরিষেবা যাতে কিছুতেই বন্ধ না হয় সেটা প্রশাসনের মূল লক্ষ্য। থাকছে আলাদা টাস্ক ফোর্স। এছাড়া বিদ্যুৎ দফতরেও দুই ইঞ্জিনিয়ারকে রাখা হচ্ছে যে কোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই দু’জনের মোবাইল নম্বর দিয়েছেন। এই দুই ইঞ্জিনিয়ারের নম্বর হলো — রূপঙ্কর সোম : ৯৪৩৩৫৬৪১৮৪ এবং সঞ্জয় ভুঁইয়া : ৭৪৪৯৩০০৮৪০। এদেরকে সরাসরি ফোন করে আপনার বিদ্যুৎ সমস্যার কথা জানাতে পারেন।