দোতলা বাড়ির চাইতেও উঁচু ঢেউ!

0
1

ঢেউ এর উচ্চতা কত হবে? দিঘা কিংবা বকখালি, ফ্রেজারগঞ্জ, সুন্দরবনে আমফান যখন আছড়ে পড়বে তখন ঢেউয়ের উচ্চতা কত হবে? আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানান, দিঘাতে এই ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ৪ মিটার হবে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় এই ঢেউয়ের উচ্চতা ৪ থেকে ৫ মিটার হবে। অর্থাৎ ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ১৮ ফুট হতে পারে। দোতলা বাড়ির চেয়েও উঁচু ঢেউ। এই জলোচ্ছ্বাসের পরিণতি যে ভয়াবহ হবে, তা বলার অপেক্ষা রাখে না।