১৯৯৯ সালের পর আবার ২০২০। ২১ বছর পর ফের ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি পশ্চিমবঙ্গ। এবার ঝড়ের ব্যাপক প্রভাব পড়বে মহানগর কলকাতাতেও। বুধবার কার্যত জনশূন্য থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি। গঙ্গায় ফেরি সার্ভিস এমনিতেই লকডাউন এর কারণে বন্ধ। মঙ্গলবার প্রশাসন মূলত ব্যস্ত ছিল সমস্ত ফেরিগুলিকে যথাযথভাবে জেটির সঙ্গে বেঁধে রাখা নিয়ে। এছাড়া লঞ্চগুলিকে বেঁধে রাখাও হয়। এক একটি লঞ্চকে আলাদা আলাদা পাঁচটি দড়ি দিয়ে বাঁধা হয়। আবার পাশাপাশি লঞ্চগুলিকে দড়ি দিয়ে বাঁধা হয় যাতে খুলে না বেরিয়ে যায়। এছাড়া ছোট ছোট স্টিমারগুলিকে ঘাটে বেঁধে রাখা হয়। অন্য দেশ থেকে আসা স্টিমারগুলিকে দুদিকেই নোঙর করার জন্য মাইকে প্রচার করা হয়। বাবুঘাট এবং হাওড়া দুই জায়গাতেই মূলত এই প্রচার চলে মঙ্গলবার সারাদিন।