আমফান নিয়ে জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

0
1

করোনা সংক্রমণ আর লকডাউনে এমনিতেই জেরবার দেশ। তার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। পরিস্থিতি মোকাবিলায় সোমবার বিকেল চারটেয় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সুপার সাইক্লোনে পরিণত হতে পারে এই ঘূর্ণিঝড়। সেই কারণে এই সংকটময় পরিস্থিতিতে আরও এক বিপর্যয়ের মোকাবেলা কীভাবে করা যায়, তার প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক বলে সূত্রের খবর।

মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে, পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। বুধবার সকালে হয়তো দেশের স্থলভাগের প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। তখনই সুপার সাইক্লোনের আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা।

দীঘা বাংলাদেশের হাতিয়া দিয়ে ঢুকবে ঘূর্ণিঝড় মঙ্গল-বুধবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ঝড়ের গতিবেগ হতে পারে ১৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা