অমানবিক উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। মৃতদেহের সঙ্গে ফেরানো হল আহত শ্রমিকদের। ন্যক্কারজনক, অমানবিক ঘটনা।
উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৮ জন পরিযায়ী শ্রমিকের, আহত হয়েছিলেন প্রায় ১৫ জন শ্রমিক। মৃতদের মধ্যে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের পাঁচ জন ছিলেন এবং আহত ছিলেন এই এলাকার অনেকে। তাদেরকে ট্রাকে করে ফেরানোর ব্যবস্থা করে উত্তর প্রদেশ পুলিশ। সেই শ্রমিকরা দুর্বিষহ যাত্রাপথের কথা প্রকাশ্যে এনেছেন। তাঁরা জানিয়েছেন, মৃতদেহগুলির সঙ্গেই তাঁদের ট্রাকে তুলে দেওয়া হয়। দীর্ঘ দু’দিনের বেশি যাত্রাপথে সারাক্ষণই তাঁরা মৃতদেহের সঙ্গে ছিলেন। মৃতদেহ থেকে পচনের গন্ধ বের হচ্ছিল। তারমধ্যে কার্যত তারা বসে থাকতে পারছিলেন না। আশঙ্কা করছিলেন অন্যভাবে সংক্রামিত হতে পারেন। সেই সঙ্গে দুর্ঘটনায় তাঁরা আহত ছিলেন, নড়ার ক্ষমতাও ছিল না। কিন্তু নিরূপায় হয়েই তারা এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফিরে আসতে বাধ্য হন। আহত শ্রমিকরা বলেছেন যেভাবে ফিরেছেন একসময় মনে হচ্ছিল তারাও বাড়ি ফেরার আগে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। কী বলবেন যোগী সরকার?































































































































