অমানবিক দুই বিজেপি সরকার। কেন্দ্রের বিজেপি সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে বারবার পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করেছে। আজ তাদেরই সরকারের কীর্তি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। ঘটনা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে।
সেখানকার পরিযায়ী শ্রমিকদের একটাই অপরাধ, তাঁরা গত দু’মাস ধরে সরকারকে বারবার অনুরোধ করেছেন, কার্যত পায়ে পড়েছেন বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। নিজের রাজ্যে তাঁরা ফিরতে চান। কিন্তু কোনও কিছুতেই হুঁশ ফেরেনি বিজয় রূপানির সরকারের। খাবার নেই, জল নেই, বাসস্থান নেই, হাতে টাকাও নেই। এই অবস্থা নিরুপায় শ্রমিকরা সোমবার আমেদাবাদের রাস্তায় নেমে আসেন। অবরোধ করেন। আর সেই অবরোধ রাস্তা থেকে তুলে দিতে এই লকডাউনের মাঝেও অমানবিক গুজরাত পুলিশ। চলল লাঠি, এলোপাথাড়ি মার, মুখ ফেটে বেরোল রক্ত, ভাঙল হাত-পা। এখানেই শেষ নয়, তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হল থানায়। প্রশ্ন হচ্ছে, যে বিজেপি সরকার বলছে তাদের কাছে প্রচুর ট্রেন রয়েছে ফেরানোর জন্য, সেই ট্রেন কেন এই শ্রমিকদের ফেরাতে পারলো না সবাইকে! খাতায়-কলমে জাগলারি চলছে, আর দিনের শেষে ট্যুইটে দেশের জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত? রেলমন্ত্রী পীযূষ গোয়েল পশ্চিমবঙ্গের কোনও বিষয় হলে বন্ধু চ্যানেলে বক্তব্য রাখতে বসে যান, ট্যুইটের পর ট্যুইট করেন। এখন তাঁরা কোথায়? কোথায় ট্যুইট মাস্টার বাবুল সুপ্রিয়? এই শ্রমিকদের রক্তাক্ত করে আর যাই হোক শ্রমিক দরদী কোনও কথা গুজরাত সরকার বা বিজেপি সরকারের মুখে সাজে না।