কন্টেইনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করলেন মুখ্যমন্ত্রী

0
4

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কনটেইনমেন্ট জোনকে তিনটি ভাগে ভাগ করেছি। এই ভাগগুলি হল এফেক্টেড জোন, দুই বাফার জোন এবং তিন ক্লিন জোন। আসলে এগুলো বুথ ভিত্তিক কন্টেইনমেন্ট  জোন।