সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা অবধি বাইরে যাবেন না। সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে সাফ জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, এই সময় রাস্তায় বের হলে ব্যবস্থা নেবে পুলিশ। রাজ্যে কারফিউ জারি হচ্ছে না, তবে তৎপর থাকছে পুলিশ। তার কারণ কেন্দ্রীয় সরকারের নির্দেশ। ফলে মুখ্যমন্ত্রী অনুরোধ কেউ সন্ধ্যে সাতটার পর বের হবেন না।





























































































































