রাজ্যে ৩১মে অবধি লকডাউন বলবৎ থাকবে এই খবর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ২৭মে থেকে যেমন হকার্স মার্কেট খুলবে তেমনি সেদিন থেকেই ফুটপাতের হকাররাও বসতে পারবেন। তবে এক্ষেত্রে সোশ্যাল ডিসট্যান্স মানতে হবে, মাস্ক এবং স্যানিটেশন বাধ্যতামূলক। তাই এক্ষেত্রে সোশ্যাল ডিস্ট্যান্স মানার জন্য জোড়-বিজোড় সংখ্যা দিতে হবে। আজ ১,৩,৫ হলে কাল ২,৪,৬ বসবে।





























































































































