ফের বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১২ পরিযায়ী শ্রমিক

0
1
প্রতীকী ছবি

ফের দুর্ঘটনায় আহত পরিযায়ী শ্রমিকরা। এবারের ঘটনা উত্তরপ্রদেশের কুশিনগর জেলায়। বাসটি শ্রমিকদের নিয়ে বিহারের ভাগলপুরে যাচ্ছিল। বাসটির বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয় ১২ জন পরিযায়ী শ্রমিক।

ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের জাতীয় সড়কের পাঠেরওয়ার পেট্রোল পাম্পের কাছে।

পরিযায়ী ১২ জনই গুরুতর আহত হয়েছেন এবং তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে গোরক্ষপুর মেডিকেল কলেজে।

পুলিশকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে কুশিনগরবাসীর সহায়তায় আহতদের তমকুহি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের গোরক্ষপুরে স্থানান্তরিত করা হয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার তদন্ত করার কথা বলেছে। এবং যারা এই দুর্ঘটনায় আহত হয়েছে তাদের পর্যাপ্ত চিকিৎসার কথা বলেছেন।