আমেরিকায় কমছে করোনা মৃত্যুর হার, এবার আক্রান্ত লাফিয়ে বাড়ছে রাশিয়ায়

0
1

দুনিয়াজুড়ে মারণ ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত কিংবা মৃতের সংখ্যায় এখনও শীর্ষে আমেরিকা। তবে ডোনাল্ড ট্রাম্পের দেশের জন্য সামান্য স্বস্তির খবর, আমেরিকায় একদিনে করোনায় মৃত্যুর হার কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ৮২০ জন করোনা রোগীর। আজ, সোমবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, এখনও পর্যন্ত আমেরিকায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ২৭ হাজার ৬৬৪ জন। মৃত্যু হয়েছে ৯০ হাজার ৯৭৮ জন আক্রান্তর। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৩৮৯ জন রোগী। এ দেশে সবচেয়ে বেশি আক্রান্ত নিউ ইয়র্কেই।

এদিকে, আমেরিকা কিছুটা স্বস্তির খবর পেলেও কপালে ভাঁজ পড়ছে রাশিয়ার। ভ্লাদিমির পুতিনের দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগেই তালিকায় একেবারে নিচের দিকে থাকা রাশিয়া এবার দ্বিতীয় স্থানে থাকা স্পেনকেও টপকে গেল। এখন আমেরিকার পর বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ রাশিয়াই। আক্রান্ত হয়েছেন মোট ২ লক্ষ ৮১ হাজার ৭৫২। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৩১ জন রোগীর। তবে সুস্থও হয়ে গিয়েছেন ৬৭ হাজারের বেশি রোগী।