গুলির লড়াইয়ে কাশ্মীরে শহিদ এক জওয়ান, নিহত দুই সন্ত্রাসবাদী

0
1

জম্মু ও কাশ্মীরে ফের সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষ। ডোডা জেলার গুন্ডনায় সংঘর্ষে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী। শহিদ হয়েছেন এক জওয়ান। সন্ত্রাসবাদীরা হিজবুল মুজাহিদিন সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র তথা এসএসপি মনোজ শীরি বলেন, খবর পেয়ে শনিবার গভীর রাতে ডোডা জেলায় অভিযান চালায় সেনাবাহিনী। রবিবার ভোরবেলা থেকে শুরু হয় গুলির লড়াই। জানা গিয়েছে, ওই দুই সন্ত্রাসবাদীর একজন তাহির ওরফে আউকাফ। পুলওয়ামার বাসিন্দা ওই সন্ত্রাসবাদীর ২০১৯ সালে কিশতওয়ারে আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা হত্যায় নাম জড়ায়। পুলিশ সূত্রে খবর, মহামারির মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে জম্মু-কাশ্মীরে। যার মধ্যে রয়েছে ডোডা, কিশতয়ার ও রামবান জেলা।