মহারাষ্ট্র থেকে মালদহে ফেরার পথে কলকাতার বুকে হেনস্থা পরিযায়ী শ্রমিক পরিবার

0
1

মহারাষ্ট্র থেকে মালদহে ঘরে ফিরতে গিয়ে হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকরা। মহারাষ্ট্রের নাগপুর থেকে সরকারি ব্যবস্থাপনায় বাসে চড়ে শনিবার সন্ধেয় পরিযায়ী শ্রমিকেরা পৌঁছন এ রাজ্যে। কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর কাছে সেই বাস থেকে নেমে পড়ে কার্যত অসহায় মালদার পরিযায়ী শ্রমিক পরিবার।

নিজের রাজ্যে বাড়ির এত কাছে এসেও এতটা হেনস্থ হতে হবে ভাবেননি তাঁরা। পরিবার নিয়ে হাঁটতে হাঁটতে বাবুঘাট পেরিয়ে হাওড়া ব্রিজের কাছে একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। মহারাষ্ট্র সরকারের দেওয়া কিছু খাবার বেঁচে ছিল, সেগুলোই খেয়ে একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন।

অভিযোগ, কলকাতা পুলিশ তাঁদের হটিয়ে দেয়। বাধ্য হয়েই রাতের কলকাতায় ট্যাক্সি ভাড়া করে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত খোঁজ, কোনওভাবে যদি মালদহ ফেরার বাস-লরি কিছু পাওয়া যায়।

মালদহের মানিকচকের নুরপুর গ্রামের বাসিন্দা মহম্মদ নাসির, মহম্মদ সেলিম ও তাঁদের পরিবার। স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে ৯ জনের পরিবার। পাঁচ মাস আগে ঘর ছেড়েছিলেন মহারাষ্ট্রের নাগপুরে রাজমিস্ত্রির কাজে যোগ দেবেন বলে। আরও একটু বেশি উপার্জনের আশায় মহারাষ্ট্রে পাড়ি। তখনও ভাবতে পারেননি লকডাউনে বাড়ি ফিরতে এতটা সমস্যায় পড়তে হবে। বিদেশ-বিভূঁইয়ে সরকারি সহযোগিতা পেলেও নিজের রাজ্যে এসেই অসহায় মালদার নাসির-সেলিমরা।