সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে একদিকে যেমন এ রাজ্যে আটকে থাকা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিজেদের খরচায় ঘরে পাঠাচ্ছে, ঠিক একইভাবে ভিন রাজ্যে আটকে থেকে এ রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছে প্রদেশ কংগ্রেস।
এই মহান উদ্যোগের অঙ্গ হিসেবে আজ, রবিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রচেষ্টায় ছত্তিশগড় থেকে ফিরিয়ে আনা হলো পশ্চিমবঙ্গের একদল পরিযায়ী শ্রমিকদের। কলকাতায় প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধানভবনে তাঁদের স্বাগত জানালেন রোহন মিত্রের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা।





























































































































