আমফান ঝড়ের জেরে পশ্চিমবাংলার পরিস্থিতি ঠিক কী হবে? আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে বৃষ্টি হবে উপকূলীয় জেলাগুলিতে। চলবে বুধবার পর্যন্ত। মোট সাতটি জেলাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হলো কলকাতা, দুই ২৪পরগণা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া। এছাড়াও রাজ্যের অন্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। বুধবারের পর ঝড়ের অভিমুখ আরও উত্তর-পূর্বে ঘুরে গিয়ে বাংলাদেশের ঢুকে যাবে। সেখানে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।