করোনাআবহে হাত পড়ছে বাংলা মিডিয়াতেও।
দিল্লি থেকে কর্মীসংকোচনের খবর আগেই এসেছে।
এখন বাংলাতে এর ছায়া বাড়ছে।
একটি কাগজ বেতনছাঁটাই করায় ইউনিয়নের সঙ্গে বিবাদ বেড়েছে। যদিও তারা পরে আবার কাটা অংশ দেবে বলছে।
একটি কাগজ দুই দফায় বেতন দেওয়ার সার্কুলার দিয়েছে।
একটি কাগজ বেশ কিছু কর্মীকে ইস্তফা দিতে বলেছে।
একটি পোর্টাল কাউকে কাউকে বিনা বেতনে ছুটিতে যেতে বলেছে।
বস্তুত বাজার এতটাই খারাপ যে অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন মিডিয়া পরিচালকরা। পরিস্থিতি না বদলালে এই সঙ্কট আরও বাড়ার এবং ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে।































































































































