গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ১০১ জন, সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৬৬৭!

0
1

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১০১ জনের শরীরে হদিশ মিলল করোনা ভাইরাসের। এর ফলে রাজ্যে এখনও মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৬৭৭। এই ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৬ জন করোনা আক্রান্ত। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৬৬।

আজ, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড-১৯ বুলেটিনে এই তথ্য দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন আরও উল্লেখ করেছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১,৪৮০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন। ফলে রাজ্যে করোনা রোগীর সুস্থের সংখ্যা বেড়ে হল ৯৫৯।