আবার রাজ্যের পক্ষে নেতিবাচক খবর। হাওড়ায় কনটেনমেন্ট জোন বাড়ল। দিন চারেক আগে হাওড়ায় কনটেইনমেন্ট জোন ছিল ৮৫টি। রবিবার তা বেড়ে হয়েছে ১০৫। ইতিমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। এলাকাগুলিকে কার্যত দুর্গের চেহারা দিয়ে প্রশাসন সংক্রমণ রুখতে মরিয়ে।
© 2025 biswabanglasangbad. All Rights Reserved.















