কেন্দ্রের ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ নিয়ে চারধারেই এখন আলোচনা চলছে৷ এই প্যাকেজের প্রভাব সাধারণ মানুষের উপর কতখানি পড়বে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা, আমজনতাও৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়য়েছে নানা ধরনের ট্রোল, বিদ্রুপ৷ প্রায় সবাই- ই বলছেন, এই ২০ লক্ষ কোটির প্যাকেজ আসলে এক ক্রসওয়ার্ড পাজল৷ এর ফাঁকেই মোদির আর্থিক প্যাকেজকে ব্যঙ্গ করে একটি ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা৷
কংগ্রেস নেতা যে ট্যুইট করেছেন, তাতে একটি কাল্পনিক ভিডিও দেখানো হয়েছে৷ সেই ভিডিও এইরকম :
এক শিক্ষক তাঁর ছাত্রীকে ২৮-কে ৭ দিয়ে ভাগ করতে বলছেন৷
এর ফল হওয়ার কথা ৪৷
কিন্তু ওই ছাত্রীর হিসাবে ভাগ ফল দাঁড়ালো ১৩৷
এরপর শিক্ষক ছাত্রীকে ১৩-কে ৭ দিয়ে গুন করতে বললেন৷
তার ফলও ওই ছাত্রী বের করলো ২৮৷
শেষ পর্যন্ত ৭ বার ১৩-কে যোগ করতে বলেন ওই শিক্ষক৷
তারও যোগ ফল ২৮ বের করে ওই ছাত্রী!
মজা করে রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইটারে লিখেছেন, দেশবাসীর জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ অনেকটাই এভাবেই বানিয়েছেন! তাই নয় কি? দেখুন আর জানুন!’
मेरे प्यारे देशवासियो,
आपके लिए ₹20 लाख करोड़ का पैकेज आपके अपने प्रधान मंत्री व वित्त मंत्री साहिबा ने कुछ इस तरह बनाया है।
है के नही ?
देखिए और जानिए ⬇️ pic.twitter.com/6bLnOhjQDI
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 17, 2020