করোনা রুখতে উপায় খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। প্রতিষেধক তৈরির চেষ্টা করছেন গবেষকরা। এরইমধ্যে মানব শরীরে পঞ্চম ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু করেছে। চিনের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পরীক্ষা সফল হলে দ্রুত প্রতিষেধক তৈরি করা যাবে। একই সঙ্গে আরও কিছু প্রতিষেধক তৈরির কাজ চলছে।
জানা গিয়েছে, প্রতিষেধক তৈরি এবং তার পরীক্ষার কাজে প্রায় আড়াই হাজারের বেশি মানুষজন নিযুক্ত রয়েছেন। স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর জেং ইক্সিং জানান, সব ঠিক থাকলে এই পরীক্ষা জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। অন্যদিকে, বেশ কিছু প্রতিষেধক এখনও মানব শরীরে পরীক্ষা বাকি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আগে চিন জানিয়েছিল চারটি ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষার কাজ চলছে। আমেরিকা সহ একাধিক দেশের চিকিৎসক এবং বিজ্ঞানীরা ভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা করে চলছেন। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রতিষেধক আসতে প্রায় ১২-১৮ মাস সময় লাগতে পারে।