টানা লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকরা আর ভিন রাজ্যে আটকে থাকতে চাইছেন না। ফিরে আসতে চাইছেন নিজেদের ঘরে। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রে চালু করা হয়েছে শ্রমিক স্পেশাল ট্রেন। এই ট্রেনেই তারা ধাপে ধাপে ফিরছেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে। আর এই ফেরার পথে পরিযায়ী শ্রমিকদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে কেন্দ্র নিয়েছে নয়া পদক্ষেপ। চালু করা হয়েছে অনলাইন ড্যাশবোর্ড।
এই অনলাইন ড্যাশবোর্ডের কাজ হলো ঘরমুখো পরিযায়ী শ্রমিকদের সব তথ্য রেকর্ড করে রাখা।
নিশ্চয়ই ভাবছেন কী ধরনের তথ্য। কোন পথে তারা বাড়ি ফিরছেন, পথে কোথাও সমস্যায় পড়ছেন কিনা, খাবার কিংবা পানীয় জলের বন্দোবস্ত কেমন এই সবকিছু অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে নজর রাখবে কেন্দ্র। এমনকি তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হবে এই ড্যাশবোর্ডের মাধ্যমে। পাশাপাশি জানা যাবে তারা ঠিকঠাক বাড়ি পৌঁছেছেন কিনা তাও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা দীর্ঘ লকডাউনের কারণে আর ভিন রাজ্যে আটকে থাকতে চাইছেন না। ফিরে আসতে চাইছেন নিজেদের ঘরে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ ট্রেন ও বাসের বন্দোবস্ত করেছে। এই অনলাইন ড্যাশবোর্ড তৈরি করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। আর এই অনলাইন ড্যাশবোর্ডের নাম দেওয়া হয়েছে ‘ন্যাশনাল মাইগ্র্যান্ট ইনফরমেশন সিস্টেম’। এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সাথে যোগাযোগ করা যাবে, তাদের খোঁজ নেওয়া যাবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.