লকডাউন ৪.০ : দেশজুড়ে জারি নাইট কার্ফু, ঘোষণা কেন্দ্রের

0
1

করোনা মোকাবিলায় রবিবার রাত ১২টা থেকে দেশজুড়ে লাগু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। আরও ১৪দিন অর্থাৎ, আগামীকাল থেকে ৩১ মে পর্যন্ত এই পর্ব। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে এটা অবশ্য প্রত্যাশিত ছিলই। আর চতুর্থ দফার লকডাউন ঘোষণার পর পরই নতুন গাইড লাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কী করা যাবে, কী যাবে না, কী খোলা থাকবে, কী থাকবে না তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া গাইড লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশজুড়ে নাইট কার্ফু জারির সিদ্ধান্ত। রাত ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে নাইট কার্ফু চলবে। এই সময় অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো যাবে না।

করোনা মোকাবিলায় নাইট কার্ফু অবশ্য নতুন নয়। লকডাউনের মাঝেই একটি পর্যায়ে পঞ্জাব-তেলেঙ্গনা-সহ বেশকিছু রাজ্য আগেই এই পদ্ধতি অবলম্বন করেছে। কিন্তু দেশজুড়ে নাইট কার্ফু এই প্রথম।