চতুর্থ দফার লকডাউনে আগের সবকটি নিয়ম বা শর্ত বলবৎ থাকছে। তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দুটি বিষয় যোগ করেছে। লকডাউনের নির্দেশাবলীতে বলা হয়েছে কোথায় কোন জোন হবে তা স্থির করবে সেই রাজ্য। অর্থাৎ রেড, অরেঞ্জ ও গ্রিন জোন নির্দিষ্ট করবে রাজ্যগুলি। পাশাপাশি অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য বাস চলাচলের বিষয়টিও ঠিক করবে রাজ্যগুলি।