লকডাউনে আটকে পড়া যাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে দমদমে বিমান সোমবার

0
3
plane

সোমবার বিদেশ থেকে রাজ্যবাসীকে নিয়ে প্রথম বিমান কলকাতার মাটি ছুঁতে চলেছে। রাজ্যে ফিরছেন লকডাউনে আটকে থাকা বেশ কিছু মানুষ । শনিবার নবান্নে এ কথা জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রথম বিমানটি আসছে বাংলাদেশ থেকে। প্রথম বিমানে সব মিলিয়ে যাত্রীসংখ্যা ১৬০। বিমানবন্দর থেকে তাদের নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য বাস, ওলা, উবের সমস্ত কিছুর ব্যবস্থা থাকছে। প্রত্যেকের আলাদা করে পরীক্ষা হবে, মেডিক্যাল টেস্ট হবে। ১৮মের পরে আরও অন্য দেশ থেকে রাজ্যে বিমান আসবে। কবে সেই বিমানগুলি আসবে তা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে।